ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটি।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কাই-এ্যালটেক গ্রুপের প্রধান কার্যালয়, কারখানা সমূহ এবং ওয়্যার হাউজ আগামী ০৫ নভেম্বর, ২০১১ইং তারিখ থেকে আগামী ১০ নভেম্বর, ২০১১ইং তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১২ নভেম্বর ২০১১ইং তারিখ রোজ শনিবার থেকে সকল কার্যালয়, কারখানা সমূহ এবং ওয়্যার হাউজ যথারীতি খোলা থাকবে।

ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই নোটিশ জারী করা হলো।

সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

ধন্যবাদান্তে –

কামরুল হাসান
ডি.জি.এম
(প্রশাসন ও মানব-সম্পদ)

Copyright ©2015 KAI Aluminium Limited. All rights reserved.

Powered by: NIBiz Soft